স্বাস্থ্যকর অফিস জীবনের জন্য সঠিক অফিস চেয়ারের গুরুত্ব

আমরা দিনের একটা বড় সময় অফিসে কাটাই। কাজের চাপ বেশি থাকলে টেবিল ছেড়ে এক মুহূর্তের জন্যও ওঠা যায়না। এসময় ভাল মানের চেয়ারে না বসলে প্রচন্ড অস্বস্তির পাশাপাশি ঘাড় ও মেরুদন্ডে তীব্র ব্যাথা হবার সম্ভাবনা থাকে। তাই আজকের গাইডে আমরা স্বাস্থ্যকর অফিস জীবনের জন্য সঠিক অফিস চেয়ারের গুরুত্ব নিয়ে কথা বলবো। চলুন একে একে জেনে নেই সঠিক অফিস চেয়ার কিভাবে চিনবেন এবং সাধারণ অফিস চেয়ারের সাথে এর তফাৎ ও সুবিধাসমূহ কি কি।

সঠিক অফিস চেয়ারের বৈশিষ্ঠ্য কি?

অফিসের টেবিলে কাজ সহজ করতে বিশেষভাবে তৈরি চেয়ারগুলোকে সঠিক অফিস চেয়ার বলে ধরা হয়। এসব চেয়ারে নিজের পছন্দমত উচ্চতা ও বক্রতা অ্যাডজাস্ট করা যায়। চেয়ারগুলোতে বিভিন্ন ওজনের মানুষ বসতে পারে। আবার কিছু চেয়ারের নিচে চাঁকা লাগানো থাকে, তাই চাইলেই চেয়ার থেকে না উঠে রুমের অন্যান্য কলিগদের কাছে গিয়ে কাজ করে আসা যায়।

সাধারণ অফিস চেয়ার ও সঠিক অফিস চেয়ারের পার্থক্য কি?

  • সাধারণ অফিস চেয়ারঃ এই ধরনের চেয়ার কাঠের, প্লাস্টিকের বা স্টিলের তৈরি হয়ে থাকে। এগুলোর পৃষ্ঠ শক্ত হয় এবং দাম কিছুটা কম হয়। চেয়ার সরাতে হলে আপনাকে উঠিয়ে বা টেনে নিতে হবে। যেকোনো আসবাবপত্রের দোকানে গেলেই সাধারণ অফিস চেয়ার পাবেন। অফিসের বাইরে বাসার বারান্দা, ডাইনিং রুমে বা কোনো অনুষ্ঠানে এ ধরনের চেয়ার বেশি ব্যবহৃত হয়।
  • সঠিক অফিস চেয়ারঃ অফিসের কাজকে সহজ ও উপভোগ্য করার জন্য বিশেষভাবে কিছু অফিস চেয়ার ডিজাইন করা হয়। এই চেয়ারগুলো স্টিল ও কাঠের তৈরি হয়, কিন্তু উপরে নরম ফোম ও নিচে চাঁকা লাগানো থাকে। এগুলো দেখতেও বেশ সুন্দর এবং সাজানো গোছানো রুমের ইনটেরিয়রের সাথে মানানসই হয়। বিভিন্ন ফার্নিচার ব্রান্ডের দোকানে গেলে চেয়ারগুলো পাবেন। 

সঠিক অফিস চেয়ারের সুবিধা কি কি?

সঠিকভাবে তৈরি অফিস চেয়ারগুলো দীর্ঘসময় ধরে বসার উপযোগী করে তৈরি করা হয়। দাম, ফাংশনালিটি, স্থায়িত্ব সবদিক থেকেই এসব চেয়ার সেরা হয়ে থাকে। আমরা সঠিক অফিস চেয়ারগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭টি সুবিধার তালিকা করেছিঃ

১. সহজ সরানোর সুবিধা পাওয়া

সঠিকভাবে তৈরি অফিস চেয়ারে বসে দ্রুত রুমের মধ্যে চলাফেরা করতে পারবেন। চাকা থাকার কারণে যেকোনো মিটিংয়ের আগে দ্রুত চেয়ার জড় করা যায়। তাই অফিসের দরকারি কাজে সময় নষ্ট হবেনা। অনেক চেয়ারে কলম, নোটবুক, মোবাইল ফোন ও নিজের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য স্পেস থাকে। তাই সঠিক অফিস চেয়ার কিনলে সহজে মিটিং ও কমুনিকেশন করা যায়।

২. শরীরের জন্য উপকারী হওয়া

চেয়ার ভালো হলে আপনি সহজেই বিভিন্নভাবে হেলান দিয়ে বসতে পারবেন। এতে ঘাড়, মেরুদন্ড, কনুইসহ শরীরের গুরুত্বপূর্ণ অংশ নিরাপদ থাকবে। যেসব চেয়ারের পিছনের অংশ ঘুরানো যায়, সেগুলো আপনি নিজের শরীরের আকার অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। এমনকি বিশ্রামের সময়ে চেয়ারগুলোকে সোজা করে ঘুমানোর বেড হিসেবে ব্যবহার করা যায়।

৩. দীর্ঘমেয়াদ জুড়ে স্থায়ীত্ব থাকা

অফিসের জন্য সঠিকভাবে বানানো চেয়ারে বিশেষভাবে ‘কোয়ালিটি কন্ট্রোল’ করা হয়। চেয়ার নির্মাতা কোম্পানি নিশ্চিত করে যে অতিরিক্ত ওজন বা আঘাত লাগলে চেয়ার ভেঙে যাবে না। আবার চেয়ারগুলো ‘মডুলার’ ডিজাইনের কারণে যেকোনো অংশ সহজে পরিবর্তন ও পরিমার্জন করা যায়। তাই একবার কিনলে অনেকদিন ধরে আপনার চেয়ার নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন পড়বেনা।

৪. দাম অনুযায়ী সেবা পাওয়া

সঠিকভাবে তৈরি চেয়ার ভালো ‘ম্যাটেরিয়েল’ দিয়ে বানানো হয়। অনেকে শুধুমাত্র ডিজাইনের কারণে চেয়ারগুলো বেশি দামে বিক্রি হয় বলে মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে চেয়ারগুলো আপনাকে শারীরিক অসুস্থতা থেকে বাঁচানোর কারণে অনেক ওষুধপত্রের খরচ বেঁচে যাবে। আবার অফিসের কাজে ব্যবহার করা চেয়ার পুনরায় বিক্রি করা যায়। তাই এর ‘রিসেল ভ্যালু’ অনেক বেশি থাকে।

৫. ইনটেরিয়র স্টাইল পাওয়া

বর্তমানে সময়কার অফিসগুলো খুবই আধুনিক সাজসজ্জায় তৈরি করা হয়। তাই সাধারণ কাঠের বা স্টিলের চেয়ারগুলো এখানে মানানসই হয়না। সঠিক অফিস চেয়ার কিনলে এর রঙ ও নকশা রুমের সাথে মিশে যায়। বিভিন্ন অনুষ্ঠানের ছবি-ভিডিওতে এধরণের চেয়ার দেখতে খুব সুন্দর ও প্রফেশনাল মনে হয়। অতিথিরা অফিসে আসলে তাদের সামনেও একটা ভালো ইমপ্রেসন তৈরি হয়।

৬. মনোযোগ ধরে রাখা

সঠিক চেয়ারে হাত রাখার জায়গা, মাথা রাখার জায়গা এবং বিভিন্ন জিনিস রাখার পকেট থাকতে পারে। তাই আলাদা করে কোনো এক্সেসরিজ কেনার দরকার হয়না। ফলে কাজের সময় বিভিন্ন জিনিসে কোনো ধরনের বিভ্রান্তি বা ডিসট্রাকশন তৈরি হয়না। চেয়ারে পর্যাপ্ত ফোম ও কভার থাকার কারণে অফিসের এ.সি. থেকে আসা ঠান্ডা বাতাসও কম লাগে।

৭. টিম মেম্বারদের অনুপ্রেরণা দেওয়া

অপনারা জানেন যে অফিসে যত সুবিধা দেওয়া হয় কর্মীরা তত আনন্দের সাথে কাজ করতে পারে। সঠিক অফিস চেয়ার রাখলে টিম মেম্বাররা বুঝতে পারে অফিস তাদের সর্বাত্মক আরাম নিশ্চিত করতে চায়। তাই তারাও কাজে অগ্রগতি ধরে রাখতে পারে। 

ভাল অফিস চেয়ার কিভাবে কিনবেন?

ভাল মানের অফিস চেয়ার কিনতে হলে দেশের স্বনামধন্য ব্র‌্যান্ড এর শোরুমে যেতে হবে। সেখানে আপনি ভিন্ন ভিন্ন মাপ, সাইজ, ও নকশার চেয়ার দেখে বাছাই করতে পারবেন। এসব শোরুমের নিজস্ব ওয়েবসাইট থাকে। চাইলে ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারী ও নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, সব অফিস চেয়ারে ওয়ারেন্টি দেওয়া থাকে। তাই কোনো সমস্যা হলে চেয়ারের ব্র‌্যান্ড নিজেদের পলিসি অনুযায়ী মেরামত করে দেবে।

পরিশেষ

সব ধরণের অফিসের মধ্যে মাল্টিমিডিয়া, কনসাল্টেন্সি, বুকিং ফার্ম, আইটি এজেন্সি ইত্যাদি কোম্পানিতে সারাদিনই কম্পিউটারে বসে কাজ করতে হয়। এসব জায়গাতে কর্মীদের সুস্থ রাখার জন্য সঠিক অফিস চেয়ার কেনার কোনো বিকল্প নেই। এতে কাজের গতি ও আরাম একসাথে পাওয়ার ফলে ব্যাবসায়িক অগ্রগতিও দ্রুত হয়। তাই অফিসের চেয়ার কেনার সময় ‘রেপুটেড’ শপ থেকে সেরা ফাংশনালিটির চেয়ারগুলো কিনতে হবে।

Leave a Comment