এন্টিভাইরাস কি? 10 টি এন্টিভাইরাস এর নাম

আপনি কি জানেন, এন্টিভাইরাস কি? এন্টিভাইরাস এর কাজ কি? আমাদের শরীরে যেমন ভাইরাস থাকে ঠিক তেমনি কম্পিউটারের ভিতরেও ভাইরাস থাকতে পারে। আমাদের শরীরে যদি ক্ষতিকারক কোনো ভাইরাস ঢুকে পড়ে, তখন আমাদের চিকিৎসা করার প্রয়োজন হয়। ডাক্তার দেখিয়ে, শরীর চেকআপ করে, বিভিন্ন ঔষধ খেয়ে আমরা সুস্থ হই। ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস যেমন : মোবাইল, কম্পিউটার এর ভিতর ভাইরাস এর আক্রমন দেখা দিতে পারে। ভাইরাস কি, এন্টি ভাইরাস কি এবং এ বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

কম্পিউটার ভাইরাস কি?

মানব শরীর যেমন বিভিন্ন ক্ষতিকারক জীবাণু বা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার দিয়ে সংক্রমিত হতে পারে। যেসব কম্পিউটার এপ্লিকেশন বা প্রোগ্রাম আমাদের কম্পিউটরে অনুমতি ব্যতীত প্রবেশ করে বিভিন্ন ফাইল চুরি করে, একাউন্ট হ্যাক করে এবং কম্পিউটার এর ক্ষতি সাধন করার জন্য নানা ধরণের কর্মকাণ্ড করে, সেগুলোই হচ্ছে কম্পিউটার ভাইরাস।

এন্টিভাইরাস কি?

এন্টিভাইরাস কি

আমরা অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য যেমন ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার বিভিন্ন চেকআপ করে এরপর ঔষধ দেয়, এরপর আমরা সেসব খেয়ে সুস্থ হই। ঠিক তেমনি কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে এন্টিভাইরাস দিয়ে চেকআপ করে ভাইরাস ডিলেট করে কম্পিউটার সেফ রাখা হয়। এন্টিভাইরাস কে ইংরেজিতে Antivirus বলা হয়ে থাকে। কম্পিউটার ভাইরাস এর মতো এন্টি ভাইরাস এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম, যা ভাইরাস, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার রিমুভ করে দিয়ে কম্পিউটারকে হ্যাকার এর হাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে।

এন্টিভাইরাস এর কাজ কি?

কম্পিউটার এ অযাচিত কোনো প্রোগ্রাম নিজে থেকে বা হ্যাকার কর্তৃক ইন্সটল করা হয়ে গেলে সেটি খুঁজে বের করার জন্য এন্টি ভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টিভাইরাস ইন্সটল করার পর ভাইরাস বা ম্যালওয়্যার খুঁজে বের করার জন্য কম্পিউটার এর কোনো একটি ফাইল বা পুরো কম্পিউটার স্ক্যান করতে হবে। স্ক্যান চালু করার পর অ্যান্টি ভাইরাস সবগুলো ফাইল থেকে খুঁজে খুঁজে সেসব ভাইরাস বা ম্যালওয়্যার খুঁজে বের করে। যেগুলো আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করার জন্য কম্পিউটারে অযাচিত ইন্সটল হয়েছে।

এরপর সেগুলো আনইন্সটল বা ডিলেট করার মাধ্যমে আমাদের কম্পিউটারকে হ্যাকার এর হাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে। কম্পিউটার ভাইরাস আমাদের কম্পিউটারে ইন্সটল হওয়ার পর হ্যাকারের কাছে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে শুরু করে। এন্টি ভাইরাস ইন্সটল থাকলে এটি আমাদের ডিভাইসে শিল্ড এর মতো কাজ করে। ফলে, কোনো ভাইরাস আমাদের কম্পিউটারে ইন্সটল হতে পারে না।
বাংলায় আইটি

১০ টি এন্টিভাইরাস এর নাম

অ্যান্টি ভাইরাস আমাদের প্রত্যেকের কম্পিউটারে ইন্সটল করে রাখা প্রয়োজন। কারণ, এখন অনেকে অসতর্কতার কারণে বিভিন্ন ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার তাদের কম্পিউটারে ইন্সটল হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে টাকা দাবী করছে। আপনাকেও যেন এমন পরিস্থিতির শিকার না হতে হয়, তাই আমি ১০টি অ্যান্টিভাইরাস এর নাম নিচে উল্লেখ করে দিয়েছি। এগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো এন্টিভাইরাস অ্যাপ ইন্সটল করে রেখে দিতে পারেন।

  • Kaspersky
  • Bit defender
  • Avast
  • Avira
  • 360 Total Security
  • AVG
  • Microsoft Windows Defender
  • Panda Free
  • Check Point ZoneAlarm Free Antivirus + Firewall
  • Comodo

উপরে উল্লেখ করে দেয়া সকল অ্যান্টিভাইরাস এর ফ্রি এবং পেইড উভয় ভার্সন রয়েছে। আপনার যদি এন্টি ভাইরাস কেনার সামর্থ্য থাকে, তবে পেইড কিনে ব্যবহার করতে পারেন। এছাড়াও, Windows এর সাথে এখন অনেক শক্তিশালী Windows Defender রয়েছে। এটি যেকোনো ভাইরাস এবং ম্যালওয়্যার এর আট্যাক থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখতে সক্ষম। কিন্তু, ভুলেও কখনো ক্রাক সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল করতে যাবেন না। ক্র্যাক সফটওয়্যার এর ভিতর হ্যাকাররা বিভিন্ন ধরণের ম্যালওয়্যার বাইন্ড করে দিয়ে থাকে।

এন্টিভাইরাস আপডেট করা কেন প্রয়োজন?

কম্পিউটার এন্টিভাইরাস কি তা ইতোমধ্যে জেনেছেন। এন্টিভাইরাস এর কাজ কি সেটিও আপনাদের সাথে আলোচনা করেছি। অ্যান্টি ভাইরাস এর কাজ হচ্ছে ভাইরাস এর সাথে মোকাবেলা করে কম্পিউটারকে সুরক্ষিত রাখা। হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস, ম্যালওয়্যার তৈরি করছে। একটি সমিক্ষা অনুযায়ী জানা গেছে যে প্রতিদিন প্রায় ৫৬০,০০০ নতুন ম্যালওয়্যার এন্টি ভাইরাস দ্বারা ডিটেক্ট করা হচ্ছে। এছাড়াও, এখন অব্দি প্রায় ১ বিলিয়ন এর অধিক ম্যালওয়্যার তৈরি হয়েছে। এসব ভাইরাস থেকে আমাদের কম্পিউটার সুরক্ষিত রাখতে অ্যান্টিভাইরাস প্রতিনিয়ত আপডেট করা প্রয়োজন।

এন্টি ভাইরাস প্রতিনিয়ত আপডেট করলে এটি নতুন সকল ভাইরাসকে ডিটেক্ট করতে পারে। এর ফলে আমাদের ডিভাইস থাকে সুরক্ষিত।

অ্যান্টিভাইরাস কি?

ভাইরাস থেকে কম্পিউটার সুরক্ষিত রাখতে ব্যবহার করা কম্পিউটার প্রোগ্রাম।

এন্টিভাইরাস কাকে বলে?

কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ যেসব কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়, সেগুলোকেই এন্টিভাইরাস বলে।

এন্টিভাইরাস এর কাজ কি?

এন্টিভাইরাস এর কাজ হচ্ছে বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার থেকে আমাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখা।

antivirus ki

Antivirus হচ্ছে এমন একটি কম্পিউটার প্রোগ্রাম, যা আমাদের কম্পিউটারকে বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখে ।

তিনটি এন্টিভাইরাসের নাম কি?

তিনটি সেরা এন্টিভাইরাস হচ্ছে Kaspersky, Avast, Bitdefender ।

আমাদের শেষ কথা

বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে এন্টিভাইরাস কি, এন্টিভাইরাস এর কাজ কি এবং ১০টি এন্টিভাইরাসের নাম শেয়ার করেছি। অনেকেই কম্পিউটার ভাইরাস কী এবং অ্যান্টি ভাইরাস সম্পর্কে জানে না। আশা করছি এই পোস্টটি আপনাদের সবার জন্য অনেক সহায়ক হবে।

Leave a Comment