ডাটাবেজ কি? ডাটাবেজ এর কাজ কি?

আপনি যদি প্রযুক্তি বা ইন্টারনেট সম্পর্কে সদ্য জানা শুরু করেন, তবে নিশ্চয়ই ডাটাবেজ শব্দটি শুনেছেন। আপনি কি জানেন, ডাটাবেজ কি? ডাটাবেজ এর কাজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি? ইন্টারনেট সম্পর্কে জানা শুরু করলে ডাটাবেজ শব্দটি আমাদের সামনে অনেকবার আসবে। কিন্তু, ডাটাবেজ কী সেটা যদি আমাদের জানা না থাকে, তবে অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারি। যেমন, কেউ যদি আমাদের প্রশ্ন করে, ডেটাবেজ কি? উত্তর জানা না থাকার কারণে তো উত্তর দিতে পারবো না। এমন পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য, আপনাদের সুবিধার্থে আমি আজকের এই পোস্ট লিখছি।

বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ডেটাবেজ কী? ডাটাবেজ কত প্রকার ও কি কি? এবং ডেটাবেজ এর কাজ কি? এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পোস্টটি সম্পূর্ণ পড়লে ডাটাবেজ কাকে বলে এবং ডাটাবেজ সম্পর্কে A – Z ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক।

ডাটাবেজ কি?

ডাটাবেজ কি

ডাটাবেজ হচ্ছে এমন একটি সিস্টেম বা স্টোরেজ, যেখানে বিভিন্ন বিষয়ের উপর তথ্য ও উপাত্ত এক জায়গায় করে পরবর্তীতে ব্যবহার করার জন্য এবং রিসার্চ এর কাজে ব্যবহার করার জন্য আলাদা করে, ক্রমানুসারে, কাঠামোবদ্ধ করে সংরক্ষণ করা থাকে।

ডাটাবেজ কত প্রকার ও কি কি?

ডাটাবেজ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের আরও জানতে হবে ডাটাবেজ কত প্রকার ও কি কি। ডাটাবেজ এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। একেক ডাটাবেজ এর ধরণ একেক রকম। নিম্নে আমি সকল ডাটাবেজ এর নাম উল্লেখ করে দিয়েছি। আপনি যদি ডাটাবেজ এর নামগুলো জানতে চান, তবে নিচে পেয়ে যাবেন।

  1. অবজেক্ট অরিয়েন্টেড ডাটাবেজ
  2. ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ
  3. ব্যক্তিগত ডাটাবেজ
  4. গ্রাফ ডাটাবেজ
  5. নো এসকিউএল ডাটাবেজ
  6. রিলেশনাল ডাটাবেজ
  7. অপারেশনাল ডাটাবেজ
  8. ক্লাউড ডাটাবেজ
  9. বাণিজ্যিক ডাটাবেজ
  10. সেন্ট্রালাইজড ডাটবেজ
  11. ইন্ড-ইউজার ডাটাবেজ

ডাটাবেজ এর কাজ কি?

ডাটাবেজ বলতে কি বুঝায় জানতে হলে আমাদের জানতে হবে ডাটাবেজ এর কাজ কি? কি কি কাজে ডাটাবেজ ব্যবহার করা হয়? ডাটাবেজ ব্যবহার করা হয় বিভিন্ন তথ্য এবং উপাত্ত ক্রমানুসারে এবং কাঠামোবদ্ধ ভাবে সাজানোর জন্য। যেন পরবর্তীতে সহজেই সকল তথ্যের মাঝে থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সম্ভব হয়। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান এর তথ্যের ভাণ্ডার এর পরিসর এখন অনেক বৃহৎ হয়ে গেছে। এতো তথ্য এবং উপাত্ত কাগজে হিসেব করা বা সংরক্ষণ করা সম্ভব হয়ে উঠে না।
বাংলায় আইটি
সবকিছু এখন কম্পিউটারাইজড হয়ে গেছে। সব জায়গায় ইন্টারনেট এর ব্যবহার। তাই এখন বিভিন্ন তথ্য ও উপাত্ত সংরক্ষণ, পরবর্তীতে ব্যবহার করার জন্য এবং রিসার্চ করার জন্য ডাটাবেজ ব্যবহার করা হয়ে থাকে। একটি ডাটাবেজ এ বিভিন্ন ধরণের তথ্য থাকে। একটি কোম্পানি বা প্রতিষ্ঠান এর উপর নির্ভর করে থাকে তাদের ডেটাবেজ এ কি ধরণের এবং কি পরিমাণ তথ্য থাকবে। ডাটাবেজ এর মূল কাজ হচ্ছে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা এবং সেগুলো পরবর্তীতে ব্যবহার করার জন্য কাঠামোবদ্ধ ভাবে সাজানো।

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি?

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার, যা ডাটাবেজের বিভিন্ন তথ্য ও উপাত্ত সংরক্ষণ, রিমুভ, পরিচালনা, বিন্যাস ইত্যাদি করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ, এটি এমন একটি সফটওয়্যার, যা দিয়ে একটি পুরো ডাটাবেজকে ম্যানেজ বা ডাটাবেজের সকল কাজ সম্পাদন করা হয়। একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ হচ্ছে ডাটাবেজ তৈরি, ডাটাবেজে তথ্য সংরক্ষণ, বিভিন্ন তথ্য খোঁজা এবং ডাটাবেজ সম্পর্কিত অন্যান্য কাজ সম্পাদন করা।

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ কি?

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ হচ্ছে একটি ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ এ তথ্য ও উপাত্ত সংরক্ষণ করা, যেকোনো তথ্য ক্রমানুসারে সাজানো এবং প্রয়োজনের সময় সকল তথ্য নিয়ে রিসার্চ করা।

ডাটাবেজ এর কাজ কি?

ডেটাবেজ এর কাজ হচ্ছে বিভিন্ন তথ্য ও উপাত্ত সংরক্ষণ করা, এসব তথ্য বিন্যাস করা এবং তথ্য দিয়ে বিভিন্ন রিসার্চ এর কাজে সাহায্য করা।

ডেটাবেজের উপাদান কয়টি ও কি কি?

ডেটাবেজ এর উপাদান ৪টি। এগুলো হচ্ছে, ১। ডেটা ২। রেকর্ড ৩। ফিল্ড ৪। টেবিল

ডেটা টাইপ কি?

ডেটার আকার-আকৃতি বা ধরণ ই হচ্ছে ডেটা টাইপ।

উপসংহার

বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ডাটাবেজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি? ডাটাবেজ এর কাজ কি?  এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে এই অব্দি এসে থাকলে ধরে নিচ্ছি ডাটাবেজ সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। এমন আরও প্রযুক্তি বিষয়ক পোস্ট পড়তে প্রতিদিন বাংলায় আইটি ওয়েবসাইট ভিজিট করুন। আল্লাহ হাফেয।

Leave a Comment