এয়ারটেল নাম্বার চেক করার কোড

এয়ারটেল সিম ব্যবহার করেন? তাহলে নিশ্চয়ই এয়ারটেল নাম্বার চেক কোড প্রয়োজন হয়েছে? কারণ, আমরা অনেক সময় আমাদের সিমের নাম্বার ভুলে যাই। প্রয়োজনের সময় সিমের নাম্বার ভুলে গেলে মহা বিপদ। কিন্তু, আপনি যদি এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম জানেন, তাহলে অনেক সহজেই ভুলে যাওয়া এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন। বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে এয়ারটেল নাম্বার চেক করার কোড নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম

এয়ারটেল নাম্বার চেক

আপনার কাছে যদি একটি এয়ারটেল সিম থাকে এবং প্রয়োজনের সময় সিমের নাম্বার ভুলে গিয়ে থাকেন, তবে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে ভুলে যাওয়া সিমের নাম্বার বের করতে পারবেন। এয়ারটেল সিমের নাম্বার দেখার কয়েকটি নিয়ম রয়েছে। এগুলো নিম্নরূপ :

  • এয়ারটেল নাম্বার চেক কোড ডায়াল করে
  • মাই এয়ারটেল অ্যাপ থেকে
  • এসএমএস বা কল দিয়ে

উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে অনেক সহজেই আপনার এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারবেন। তো চলুন, এই পদ্ধতিগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোকপাত করা যাক।
বাংলায় আইটি

এয়ারটেল নাম্বার চেক কোড ডায়াল করে

এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য একটি কোড রয়েছে। এই কোডটি যদি আপনার এয়ারটেল সিম থেকে ডায়াল করেন, তাহলে ফ্ল্যাশ ম্যাসেজে আপনার সিমের নাম্বার দেখতে পারবেন। এয়ারটেল নাম্বার চেক কোড হচ্ছে – *2# । এই কোডটি ডায়াল করলে যেকোনো এয়ারটেল সিমের নাম্বার দেখা যাবে। আপনার সিমের নাম্বার যদি ভুলে যান, তবে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে এয়ারটেল নাম্বার চেক কোড ডায়াল করে সিমের নাম্বার বের করতে পারবেন।

  • প্রথমেই যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে
  • এরপর এয়ারটেল নাম্বার দেখার কোড ডায়াল করবেন। এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2# ।
  • এরপর ফিরতি ফ্ল্যাশ ম্যাসেজে আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে অনেক সহজেই যেকোনো মোবাইল দিয়ে আপনার সিমের নাম্বার বের করতে পারবেন। এয়ারটেল সিমের নাম্বার বের করার কোডটি মনে রাখলে যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

মাই এয়ারটেল অ্যাপ থেকে নাম্বার চেক

আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তবে সেই ফোনে একটি অ্যাপ ইন্সটল করে এয়ারটেল সিমের সকল অফার কিনতে পারবেন, তথ্য চেক করতে পারবেন, এয়ারটেল সিমের নাম্বার ভুলে গেলে সেটি চেক করতে পারবেন। আপনার ফোনে যদি আগে থেকে মাই এয়ারটেল অ্যাপ ইন্সটল করা থাকে এবং আপনি আপনার নাম্বার দিয়ে লগিন করে থাকেন, তবে সিমের নাম্বার ভুলে গেলে সহজেই অ্যাপের ভিতর ঢুকে সিমের নাম্বার দেখতে পারবেন। আগে থেকে যদি মাই এয়ারটেল অ্যাপ এ লগইন করা না থাকে, তবে সিমের নাম্বার দেখতে পারবেন না। কারণ, প্রথমবার অ্যাপ এর ভিতর লগইন করতে হলে আপনাকে সিমের নাম্বার জানতে হবে।

মাই এয়ারটেল অ্যাপ এর নতুন আরেকটি ফিচার নিয়ে এসেছে। আপনি যদি প্লে স্টোর থেকে লেটেস্ট মাই এয়ারটেল অ্যাপ ইন্সটল করে থাকেন, তবে সম্ভবত এই ফিচারটি পাবেন। মাই এয়ারটেল অ্যাপ এ লগইন করতে হলে আপনাকে সিমের নাম্বার জানতে হবে না এবং কোনো কোড এর প্রয়োজন হবে না। আপনার ফোনে যদি সিম লাগানো থাকে অথবা সেই সিমে ইন্টারনেট কানেকশন দেয়া থাকে, তবে সে অবস্থায় অ্যাপ ওপেন করলেই আপনার এয়ারটেল অ্যাকাউন্ট এ লগইন হয়ে যাবে। এতে করে, আপনি যদি আপনার এয়ারটেল সিমের নাম্বার ভুলে যান, তাহলে শুধু অ্যাপ এর ভিতর প্রবেশ করলেই আপনার সিমের নাম্বার দেখতে পারবেন।

এসএমএস বা কল দিয়ে

আপনার এয়ারটেল সিমে যদি ব্যালেন্স থাকে, তবে আপনার অন্য একটি নাম্বারে এসএমএস বা কল দিলে সহজেই নাম্বার দেখতে পারবেন। সাধারণত আমাদের ফোনে কেউ যদি কল বা এসএমএস দেয়, তাহলে আমরা তার নাম্বার দেখতে পারি। ঠিক তেমন করেই, আপনি যদি আপনার ভুলে যাওয়া এয়ারটেল সিম থেকে অন্য একটি সিমে কল বা এসএমএস দেন, তবে আপনার এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারবেন।

আমাদের শেষ কথা

বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে এয়ারটেল নাম্বার চেক করার কোড নিয়ে আলোচনা করেছি। পোস্টের মাঝে আপনাদের সাথে একটি কোড শেয়ার করেছি। এয়ারটেল নাম্বার দেখার কোডটি ডায়াল করে আপনি যেকোনো এয়ারটেল সিমের নাম্বার বের করতে পারবেন। আমরা অনেক সময় আমাদের সিমের নাম্বার ভুলে যাই। এমতাবস্থায়, এই পোস্টে দেয়া কোড এবং অন্য উপায়টি আপনার জন্য কার্যকরী হবে বলে আশা করছি। পোস্ট সম্পর্কে যেকোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এমন আরও পোস্ট পড়তে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেয।

Leave a Comment