বাংলালিংক ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন, কিন্তু মনের মতো বাংলালিংক এমবি অফার খুঁজে পাচ্ছেন না? সকল মোবাইল অপারেটর কোম্পানি যেভাবে ইন্টারনেট প্যাকেজ এবং অন্যান্য অফার এর দাম বৃদ্ধি করেছে, তাতে করে আমাদের মতো ডাটা ইউজারদের ইন্টারনেট প্যাকেজ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আপনিও যদি এমন সমস্যা পড়ে থাকেন, তবে চিন্তার কোনো কারণ নেই। বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের জন্য আমি দুর্দান্ত সকল বাংলালিংক ৩০ দিনের ইন্টারনেট অফার, বাংলালিংক নতুন সিমের ইন্টারনেট অফার, বাংলালিংক রিচার্জ ইন্টারনেট অফার।
এক নজরে সম্পূর্ণ লেখা
বাংলালিংক ইন্টারনেট অফার
সিম কোম্পানি থেকে আমাদের প্রায় সময় বিভিন্ন ধরণের ইন্টারনেট অফার দিয়ে থাকে। কিন্তু অনেক সময় এসব ম্যাসেজ চেক করা হয় না। যখন আমরা ইন্টারনেট অফার কিংবা অন্য কোনো অফার কিনতে যাই, তখন বিপাকে পড়তে হয়। কারণ, মনের মতো অফার খুঁজে পাওয়া যায় না। আপনিও নিশ্চয়ই এই সমস্যায় ভুগছেন! সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে। এই পোস্টে আমি আপনাদের সাথে বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পোস্টটি সম্পূর্ণ পড়লে বাংলালিংক সিমের সকল ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও, আপনি যদি কোনো ইন্টারনেট অফার ক্রয় করতে চান, তবে পোস্টে দেয়া অফার এর সাথে কিভাবে কিনতে হবে সেই তথ্য পেয়ে যাবেন। তো চলুন, পোস্টের মূল বিষয়বস্তু বাংলালিংক এমবি অফার এ ফিরে আসা যাক।
বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩
প্রতিটি মোবাইল অপারেটর কোম্পানির প্রতি বছর নতুন ইন্টারনেট অফার, মিনিট অফার, এসএমএস অফার এবং কল রেট চালু করে থাকে। অনেক কোম্পানি গ্রাহক বৃদ্ধি করার জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে। তেমনি, এ বছর বাংলালিংক ইন্টারনেট অফার ২০২৩ এর অনেক অফার রয়েছে। আপনি এসব অফার থেকে আপনার পছন্দের অফার ক্রয় করতে পারেন। এই পোস্টে এ সকল অফার নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।
বাংলালিংক এমবি অফার
বাংলালিংক সিমে অনেক এমবি অফার রয়েছে। কিন্তু সকল অফার সাশ্রয়ী নয়। আমরা সকলেই বাংলালিংক সাশ্রয়ী এমবি অফার কিনতে চাই। কিন্তু, কতো টাকা রিচার্জ করলে কতটুকু ডাটা প্যাকেজ পাওয়া যাবে কিংবা মেয়াদ কত দিন আমরা সেটা জানি না। তাই, অনেকেই টাকা কম থাকার কারণে ভালো মানের একটি এম্বি অফার কিনতে পারে না। তো চলুন, বাংলালিংক এমবি অফার ২০২৩ এ যেসব অফার রয়েছে, সেগুলো দেখে নেয়া যাক।
বাংলালিংক মিনি প্যাক ইন্টারনেট অফার
অনেকেরই অল্প ডাটা প্যাকের প্রয়োজন হয়। যাদের বাসায় ওয়াইফাই আছে, তাদের মাঝে মাঝে বাইরে গেলে ডাটা প্রয়োজন হয়। এমতাবস্তায় ডাটা প্যাক অনেক বেশি দামে কেনা সম্ভব হয় না। তাই আমাদেরকে বাংলালিংক মিনি ইন্টারনেট অফার কেনা উচিত। নিচে আমি কিছু মিনি ইন্টারনেট অফার উল্লেখ করে দিয়েছ। এগুলো থেকে আপনার পছন্দের যেকোনো ইন্টারনেট অফার কিনতে পারেন।\
- ৭৫ এমবি ১৩ টাকা। অফারের মেয়াদ : ৩ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*৫৪৩#
- ২০০ এমবি ১৮ টাকা। অফারের মেয়াদ : ৩ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*১৮#
- ১.২ জিবি ৪১ টাকা। অফারের মেয়াদ : ৪ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*৪১#
- ২.৫ জিবি ৫৮ টাকা। অফারের মেয়াদ : ৪ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*৫৮#
বাংলালিংক সাপ্তাহিক ইন্টারনেট অফার
- ১২ জিবি ১৪৯ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *5000*149#
- ১৬ জিবি ১৬৯ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *5000*169#
- ১৮ জিবি ১৯৯ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *5000*199#
- ১৫০ এমবি ২৬ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*৫২২#
- ৫০০ এমবি ৪২ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*৫৮৮#
- ৪ জিবি ১০৮ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*১০৮#
- ৯ জিবি ১২৯ টাকা। মেয়াদ : ৭ দিন। কিনতে ডায়াল :ঃ *৫০০০*১২৯#
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন
আপনারা যারা ডাটা দিয়ে ব্রাউজ করি, তাদের একটি কমন সমস্যা হচ্ছে ইন্টারনেট প্যাকেজ এর শর্টেজ। কিন্তু, আপনি চাইলে বাংলালিংক মাসিক ইন্টারনেট অফার কিনতে পারবেন। তো চলুন, বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন এর জন্য যেসব প্যাকেজ রয়েছে, সেগুলো দেখে নেয়া যাক।
- 2.5 জিবি প্যাক।দাম = 209 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*299#
- 6 জিবি প্যাক।দাম = 299 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*299#
- 5 জিবি প্যাক।দাম = 46 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*46#
- 40 জিবি প্যাক।দাম = 499 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*499#
- 50 জিবি প্যাক।দাম = 300 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *5000*300#
- 15 জিবি প্যাক।দাম = 96 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *5000*396#
- 3 জিবি প্যাক।দাম = 249 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*249#
- 12 জিবি প্যাক।দাম = 399 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*399#
- 45 জিবি প্যাক।দাম = 699 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*699#
- 55 জিবি প্যাক।দাম = 999 টাকা। মেয়াদ : : ৩০ দিন। কিনতে ডায়াল : *121*999#
- ২০ জিবি প্যাক এমবি অফার ৩৯৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কিনতে ডায়াল : *১২১*৩৯৯#
- ২৫ জিবি প্যাক এমবি অফার ৪২৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কিনতে ডায়াল :*১২১*৪২৯#
- ৪০ জিবি প্যাক এমবি অফার ৪৯৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কিনতে ডায়াল :*১২১*৪৯৯#
- ৪৫ জিবি প্যাক এমবি অফার ৫৪৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কিনতে ডায়াল :*১২১*৫৪৯#
- ৫৫ জিবি প্যাক এমবি অফার ৫৯৯ টাকা।মেয়াদ ৩০ দিন। কিনতে ডায়াল :*১২১*৫৯৯#
উপরোক্ত সকল অফার বাংলালিংক সিমের জন্য প্রযোজ্য। আপনার কাছে যদি একটি বাংলালিংক সিম না থাকে, তবে একটি বাংলালিংক সিম কিনে এই অফারগুলো উপভোগ করতে পারবেন।
বাংলালিংক এমবি অফার চেক
বাংলালিংক এমবি অফার আপনার সিমে না থাকলে, কিংবা উপরে যেসব অফার এর তালিকা দেয়া হয়েছে, সেগুলো নিতে গেলে যদি সমস্যা ফেস করেন, তবে একটি কোড ডায়াল করে অনেক সহজেই আপনার বাংলালিংক ইন্টারনেট অফার চেক করতে পারবেন। বাংলালিংক এম্বি অয়ার চেক কোড হচ্ছে *888# । এই কোডটি হচ্ছে বাংলালিংক এর আমার অফার এর কোড। কোডটি ডায়াল করলে আপনি আপনার সিমে যত বিশেষ ইন্টারনেট অফার রয়েছে, সব চেক করতে পারবেন।
আমাদের শেষ কথা
বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে দুর্দান্ত সকল বাংলালিংক ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করেছি। আশা করছি উপরোক্ত অফারগুলো আপনার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেয।