ক্যানন EOS r5 বনাম ক্যানন EOS r7 কোনটি সেরা?

ক্যানন EOS r5 এবং ক্যানন EOS r7 ক্যামেরার মাঝে কোন ক্যামেরাটি কিনবেন ভেবে পাচ্ছেন না? ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যামেরা। বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ক্যানন EOS r5 বনাম ক্যানন EOS r7 নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

এই পোস্টে ক্যানন EOC r5 ক্যামেরা এবং ক্যানন EOC r7 ক্যামেরার স্পেসিফিকেশন এবং এই দুইটি ক্যামেরার মাঝে কী কী পার্থক্য রয়েছে, তা নিয়ে আলোচনা করবো। Canon EOC r5 ক্যামেরাটির দাম বাংলাদেশে কত টাকা এবং Canon EOC r7 ক্যামেরাটির দাম বাংলাদেশে কত টাকা তা নিয়েও আপনাদের সাথে আজ আলোচনা করবো।

ক্যানন EOS r5 বনাম ক্যানন EOS r7

Canon EOS R5 ক্যামেরা ফিচার সমূহ

ক্যানন EOS R5 ক্যামেরাটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উভয় কাজের জন্য সবথেকে সেরা। ক্যামেরাটিতে যেসব ফিচার থাকছে, তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। আপনি নিম্নোক্ত ফিচারগুলো এই ক্যামেরাটিতে পাবেন।

  • 45MP Full-Frame CMOS Sensor
  • DIGIC X Image Processor
  • 8K30 Raw and 4K120 10-Bit Internal Video
  • Sensor-Shift 5-Axis Image Stabilization

4k এবং 8k ভিডিও রেকর্ডিং করা সহ হাই কোয়ালিটি পিকচার ক্যাপচার করতে পারবেন। স্লো মোশন ভিডিও রেকর্ডিং, স্ট্যাবলাইজিং ছবি ক্যাপচার করার সুবিধা সহ আরও অনেক ফিচার পাবেন এই ক্যামেরাটিতে। ফটোগ্রাফি করুন কিংবা ভিডিওগ্রাফি করুন, উভয় কাজের জন্যই সেরা একটি ক্যামেরা।

ক্যানন EOS R5 ক্যামেরার দাম বাংলাদেশে

ক্যানন EOS R5 ক্যামেরাটির দাম বাংলাদেশে ৩,৮০,০০০ টাকা। বাংলাদেশের যেকোনো ক্যামেরা দোকান বা শো-রুম থেকে এই ক্যামেরাটি ক্রয় করতে পারবেন এই দামে। এছাড়াও, বিশেষ কোনো অফার থাকলে এই দামের কমেও ক্যামেরাটি ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন – ২০২৩ সালে কেন সনি A7 iii ক্যামেরা বেঁছে নেয়া উচিত

Canon EOS R7 ক্যামেরা ফিচার সমূহ

ক্যানন EOS R7 ক্যামেরাটি বাজেটের মাঝে সেরা একটি ক্যামেরা। আপনি যদি বাজেটের মাঝে সেরা ক্যামেরা খুঁজে থাকেন, যা দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উভয় কাজ করতে পারবেন, তবে Canon EOS R7 ক্যামেরাটি দেখতে পারেন। এই ক্যামেরাটি দিয়ে প্রফেশনাল মানের ছবি এবং ভিডিও ধারণ করতে পারবেন। এছাড়াও, এই ক্যামেরাটির আরও যা যা ফিচার রয়েছে, তার একটি তালিকা নিচে উল্লেখ করে দিয়েছি। চলিন, দেখে নেয়া যাক।

  • 32.5MP APS-C CMOS Sensor
  • 1.6m-Dot Vari-Angle Touchscreen LCD
  • Sensor-Shift 5-Axis Image Stabilization
  • 30 fps E. Shutter, 15 fps Mech. Shutter

ক্যামেরাটিতে রয়েছে Image Stabilization ফিচার। এই ফিচারের কারণে ভিডিও রেকর্ড করা কিংবা ছবি তোলার সময় যদি ক্যামেরা নড়াচড়া করে, তবে ভিডিও বা ইমেজ কোয়ালিটি খারাপ হবে না। ভিডিওগ্রাফি করার জন্য এই ফিচারটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আপনি এই ক্যামেরাটি থেকে সহজেই ছবি এবং ভিডিও আপনার যেকোনো ডিভাইসে ট্রান্সফার করে নিতে পারবেন।

অথবা, ক্যামেরায় থাকা এসডি কার্ড ব্যবহার করে আরও দ্রুত যেকোনো ছবি এবং ভিডিও ট্রান্সফার করতে পারবেন।

ক্যানন EOS R7 ক্যামেরা দাম বাংলাদেশে

ক্যানন ক্যামেরাগুলো ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। এই ক্যামেরাগুলোর ফিচার এবং দাম কম হওয়ার কারণেই এতো জনপ্রিয়তা। Canon EOS R7 ক্যামেরাটির দাম বাংলাদেশে ১,৫৮,০০০ টাকা। আপনি বাংলাদেশের যেকোনো ক্যামেরা দোকান বা শো রুম থেকে এই দামে ক্যামেরাটি ক্রয় করতে পারবেন।

ক্যানন এর এই মডেলের ক্যামেরাটি বাজেট ফ্রেন্ডলী ক্যামেরা হিসেবেই বেশি পরিচিত। বাজেটের মাঝে যা যা ফিচার অফার করছে এই ক্যামেরাটি, তা সত্যি অভাবনীয়। বাজেটের মাঝে ভালো একটি ক্যামেরা কিনতে চাইলে অবশ্যই এই ক্যামেরাটি ক্রয় করতে পারেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উভয় কাজই করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে।

ক্যানন ব্র্যান্ডের যেকোন ডিএসএলআর ক্যামেরার দাম বিডিস্টল থেকে জেনে নিয়ে ক্রয় করার সুযোগ রয়েছে।

FAQ

What is the price of Canon eos r5 in Bangladesh?

Canon eos r5 price in Bangladesh is 380,000 tk.

আমাদের শেষ কথা

বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ক্যানন EOS r5 বনাম ক্যানন EOS r7 মডেলের ক্যামেরা দুইটির স্পেসিফিকেশন এবং দাম নিয়ে আলোচনা করেছি। আপনি যদি ক্যামেরা দুইটির স্পেসিফিকেশন এবং দামের দিকে লক্ষ্য করেন, তবে পার্থক্য বুঝতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য – ক্যানন EOS r5 বনাম ক্যানন EOS r7 কোনটি সেরা বিষয়ক পোস্টটি Camera Bazar থেকে গেস্ট পোস্ট করা হয়েছে। তাই, এই পোস্টের সকল বিষয়ের উপর বাংলায় আইটি কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই। বাংলায় আইটি ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

Leave a Comment