HSC এর পূর্ণরূপ কি? HSC এর বাংলা অর্থ কি

HSC পরিক্ষা দিয়েছে কিন্তু HSC এর পূর্ণরূপ কি জানেন না এমন অনেককেই খুঁজে পাওয়া যাবে। আপনিও যদি HSC এর বাংলা অর্থ কি না জেনে থাকেন, তবে বাংলায় আইটির আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এতে করে, HSC শব্দের ফুল মিনিং এবং PSC এর পূর্ণরূপ কি জানতে পারবেন।

আমাদের দেশে ৪টি বোর্ড পরিক্ষা হয়। এগুলো হচ্ছে PSC, JSC, SSC এবং HSC । আজকের এই পোস্টে আপনাদের সাথে এসকল পরিক্ষার নামের পূর্ণরূপ নিয়ে আলোচনা করবো। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

HSC এর পূর্ণরূপ কি

HSC এর পূর্ণরূপ কি

HSC এর পূর্ণরূপ হচ্ছে Higher Secondary Certificate । SSC পরিক্ষা দেয়ার পর ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আরেকটি বোর্ড পরিক্ষা দিতে হয় সবাইকে। এটি হচ্ছে HSC পরিক্ষা। Higher Secondary Certificate পরিক্ষার শর্ট ফর্ম হচ্ছে HSC । অর্থাৎ, এইচএসসি এর পূর্ণরূপ হচ্ছে Higher Secondary Certificate ।

HSC এর বাংলা অর্থ কি

HSC এর বাংলা অর্থ হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এসএসসি পরিক্ষা বা মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষা দেয়া পর কলেজে ভর্তি হতে হয়। ২ বছর কলেজে পড়ার পর HSC পরিক্ষা দিতে হয়। এই HSC এর বাংলা অর্থ হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।

SSC এর পূর্ণরূপ কি

SSC এর পূর্ণরূপ হচ্ছে Secondary School Certificate । দশম শ্রেনিতে পড়ার পর একটি বোর্ড পরিক্ষা দিতে হয়। এই পরিক্ষার নাম হচ্ছে SSC পরিক্ষা বা Secondary School Certificate Exam । SSC এর বাংলা অর্থ হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।

JSC এর পূর্ণরূপ কি

JSC এর পূর্ণরুপ হচ্ছে Junior School Certificate । অষ্টম শ্রেনিতে পড়ার পর যে বোর্ড পরিক্ষা দিতে হয়, সেই পরিক্ষার নাম হচ্ছে JSC বা Junior School Certificat পরিক্ষা। JSC এর বাংলা অর্থ হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট।

PSC এর পূর্ণরূপ কি

PSC এর পূর্ণরূপ হচ্ছে Primary School Certificate । পঞ্চম শ্রেনিতে পড়ার পর একটি বোর্ড পরিক্ষা দিতে হয়। এই পরিক্ষার নাম হচ্ছে PSC বা Primary School Certificate পরিক্ষা। PSC এর বাংলা অর্থ হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট।

JDC এর পূর্ণরূপ কি

JDC এর পূর্ণরূপ হচ্ছে Junior Dakhil Certificate । অষ্টম শ্রেনিতে যারা দাখিল থেকে বোর্ড পরিক্ষা দিয়ে থাকে, তাদের জন্য আলাদা সার্টিফিকেট হয়ে থাকে। এই পরিক্ষা এবং সার্টিফিকেট এর নাম হচ্ছে JDC বা Junior Dakhil Certificate ।

SDC এর পূর্ণরূপ কি

SDC এর পূর্ণরূপ হচ্ছে Secondary Dakhil Certificate । দশম শ্রেনি শেষে যে বোর্ড পরিক্ষা দিতে হয়, আমরা জানি সেটা SSC পরিক্ষা। কিন্তু, যারা দাখিল থেকে এই পরিক্ষা দিয়ে থাকে, তাদের জন্য আলাদা সার্টিফিকেট হয়ে থাকে। তাই তাদের এই পরিক্ষার নাম SDC বা Secondary Dakhil Certificate বলা হয়ে থাকে।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে HSC এর পূর্ণরূপ কি, HSC এর বাংলা অর্থ কি এবং আরও কিছু বোর্ড পরিক্ষার নামের অর্থ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি পোস্টটি সম্পূর্ণ পড়েছেন। এতে করে বোর্ড পরিক্ষাগুলোর নামের পূর্ণ অর্থ জেনে যাওয়া কথা। আরও এমন তথ্যবহুল পোস্ট পড়তে প্রতিদিন বাংলায় আইটি ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Comment