Nagad Dial Code Number | নগদ একাউন্ট কোড

Nagad Dial Code Number ডায়াল করে অনেক সহজেই আমরা নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে এবং নগদ একাউন্ট দেখতে পারি। আপনি যদি একজন নতুন নগদ একাউন্ট গ্রাহক হয়ে থাকেন এবং নগদ একাউন্ট কোড জানা না থাকে কিংবা নগদ একাউন্ট দেখার কোড ভুলে গিয়ে থাকেন, তবে আমাদের ওয়েবসাইটের আজকের এই পোস্টে আপনাকে স্বাগত জানাই। বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে Nogod Dial Code Number এবং নগদ একাউন্ট চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Nagad Dial Code Number

Nagad Dial Code Number

Nagad Dial Code Number হচ্ছে *167# । নগদ একাউন্ট কোড ডায়াল করে অনেক সহজেই যেকোনো মোবাইল থেকে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে এবং নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট দিয়ে লেনদেন করার জন্য অনেকেই নগদ অ্যাপ ব্যবহার করে থাকে। কিন্তু, নগদ অ্যাপ ছাড়াও নগদ একাউন্ট চেক কোড ডায়াল করে অনেক সহজেই বাটন মোবাইল কিংবা স্মার্টফোন দিয়ে একাউন্ট চেক করা এবং লেনদেন করা যায়।

অনেক নতুন নগদ একাউন্ট গ্রাহক নগদ ডায়াল কোড নাম্বার জানে না। তাই, অনেকেই নগদ ব্যালেন্স চেক কোড জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে এবং নগদ একাউন্ট দিয়ে লেনদেন ও নগদ একাউন্ট টাকা দেখার উপায় জানতে চান, তবে *১৬৭# কোডটি ডায়াল করবেন।

নগদ একাউন্ট কোড

নগদ একাউন্ট চেক করার কোড ডায়াল করে অনেক সহজেই নগদ একাউন্ট চেক করা, নগদ একাউন্ট এর ব্যালান্স চেক করা যায়। নগদ একাউন্ট চেক কোড হচ্ছে – *১৬৭# । এই কোডটি আপনার যে সিমে নগদ একাউন্ট রয়েছে, সেই সিম দিয়ে ডায়াল করলে নগদ একাউন্ট চেক করতে এবং নগদ একাউন্টের টাকা দেখতে পারবেন। নগদ একাউন্ট দিয়ে কিভাবে ব্যালান্স চেক করতে হয় জানেন না? তো চলুন, নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম নিয়ে আলোচনা করা যাক।

আরও পড়ুন – নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম

নগদ একাউন্ট ব্যালান্স চেক করার জন্য আপনার যে সিমে নগদ একাউন্ট আছে, সেই সিম থেকে Nagad Dial Code Number ডায়াল করতে হবে। Nagad Dial কোড হচ্ছে *167# । এই কোডটি ডায়াল করলে সহজেই যেকোনো মোবাইল দিয়ে আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট এর ব্যালান্স চেক করার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করবেন।
  • এরপর, যে সিমে একাউন্ট আছে, সেই সিমে নগদ ডায়াল কোড *১৬৭# ডায়াল করবেন।
  • অতঃপর, আপনার মোবাইলে ফ্ল্যাশ ম্যাসেজে কিছু অপশন আসবে।
  • অপশন গুলো থেকে 7 ডায়াল করবেন।
  • এরপর 1 লিখে আবারও ডায়াল করবেন।
  • এরপর আপনার কাছে নগদ একাউন্ট এর পিন চাইবে। আপনার একাউন্ট এর পিন নাম্বার দিবেন।
  • পিন নাম্বার সঠিকভাবে দেয়ার পর ডায়াল করলে আপনার নগদ একাউন্ট এর টাকা দেখতে পারবেন।

উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে অনেক সহজেই আপনার নগদ একাউন্ট এর ব্যালান্স চেক করতে পারবেন। এভাবে ছাড়াও, আপনি চাইলে নগদ এর অফিসিয়াল অ্যাপ ইন্সটল করে আপনার মোবাইল থেকে নগদ একাউন্ট দেখতে এবং সব ধরণের লেনদেন অনেক সহজেই করতে পারবেন।

How do I check my Nagad dial?

To check your Nagad Accounts Balance, simply dial Nagad Dial Code Number *167# from the sim you used to create Nagad Account.

What is the code of Nagad in Banglalink?

If you have a Banglalink sim and you want to check your Nagad account associated with your Banglalink sim, Dial Nagad Account Check Code *167# .

Nagad Account Check Code

Nagad Account Check Code is *167# . You can use your Nagad Account by dialing this code. Also, you can check your Nagad Account Balance by dialing this code.

Nagad Balance Check Code

Nagad Balance Check Code is *167# .

Nagad Account Check Number

The Nagad Account Check Number is *167# .

Nagad USSD Code

Nagad USSD Code is *167# . If you want to check your Nagad Account and Account Balance, dial the USSD Code.

আমাদের শেষ কথা

বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে Nagad Dial Code Number নিয়ে আলোচনা করেছি। নগদ একাউন্ট কোড ডায়াল করে অনেক সহজেই আপনার সিম দিয়ে খোলা নগদ একাউন্ট এর ব্যালান্স চেক করতে পারবেন। এছাড়াও, নগদ একাউন্ট দিয়ে লেনদেন করার জন্য Nagad Dial Code Number টি ডায়াল করতে পারেন। এতে করে যেকোনো মোবাইল থেকে আপনার নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন।

Leave a Comment