ভুলতা গাউছিয়া মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে থাকে এবং গাউছিয়া মার্কেট সম্পর্কে বিস্তারিত বিভিন্ন তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করবো। আপনি যদি ভুলতা গাউছিয়া মার্কেট সম্পর্কে জানতে চান এবং ভুলতা গাউছিয়া মার্কেট যাওয়ার দিক নির্দেশনা জানতে চান, তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ভুলতা গাউছিয়া মার্কেট কি, গাউছিয়া মার্কেট কোথায় অবস্থিত এবং কীভাবে ভুলতা গাউছিয়া মার্কেট যাবেন এসব তথ্য শেয়ার করবো। এছাড়াও, ভুলতা গাউছিয়া মার্কেট কবে বন্ধ থাকে তার তালিকা শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
এক নজরে সম্পূর্ণ লেখা
ভুলতা গাউছিয়া মার্কেট কি
বাংলাদেশে দুইটি গাউছিয়া মার্কেট রয়েছে। একটি হচ্ছে ভুলতা গাউছিয়া মার্কেট এবং অপরটি হচ্ছে ঢাকা গাউছিয়া মার্কেট। আজকের এই পোস্ট যেহেতু ভুলতা গাউছিয়া মার্কেট নিয়ে, তাই আপনাদের সাথে ভুলতা গাউছিয়া মার্কেট কি তা নিয়ে আলোচনা করবো। ভুলতা গাউছিয়া মার্কেট বাংলাদেশের অন্যতম একটি জনবহুল বাজার বা মার্কেট। যেখানে প্রায় ৪ হাজারের অধিক কাপড়ের দোকান রয়েছে।
এসব কাপড়ের দোকানে পাইকারি এবং খুচড়া দামে প্রচুর কাপড় বিক্রি হয় প্রতিদিন। ভুলতা গাউছিয়া মার্কেট মূলত ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা রুপগঞ্জের ভূলতা এলাকায় অবস্থিত। এই বাজারটি পোশাক দ্রব্যের পাইকারি এবং খুচড়া বাজারের সবথেকে বড় মার্কেট হিসেবে পরিচিত। ভুলতা গাউছিয়া মার্কেট এর পাশে রয়েছে ঢাকা নিউ মার্কেট। তাই, বুঝতেই পারছেন এই বাজারে প্রতিনিয়ত কত মানুষের যাতায়াত হয়।
আরও পড়ুন – মিহিন এবং ‘আমি’র ভালোবাসার গল্প
ভুলতা গাউছিয়া মার্কেট কিভাবে যাব
ভুলতা গাউছিয়া মার্কেট কীভাবে যেতে হয় অনেকেই জানেন না। আপনি যদি গাউছিয়া মার্কেট গিয়ে কেনাকাটা করতে চান, তবে আপনাকে অবশ্যই এই মার্কেট যাওয়ার রাস্তা জানতে হবে। ভুলতা গাউছিয়া যাওয়ার জন্য ঢাকার গুলিস্থান থেকে রওনা করতে হবে। বাসের টিকেট কেটে সহজেই আপনি ভুলতা গাউছিয়া বাজারে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও, ভুলতা মার্কেটে পৌঁছানোর জন্য আপনি ঢাকা নিউ মার্কেট যেতে পারেন।
আরও পড়ুন – চাকরি থেকে অব্যাহতি পত্র লেখার নিয়ম
যেহেতু নিউ মার্কেট এর পাশেই ভুলতা গাউছিয়া অবস্থিত, তাই আপনি নিউ মার্কেট গেলে সহজেই গাউছিয়া মার্কেটে প্রবেশ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন। গাউছিয়া মার্কেট যাওয়ার পূর্বে আপনার অবশ্যই এই মার্কেট কবে বন্ধ থাকে তা জানতে হবে। নয়তো, আপনি যদি গাউছিয়া মার্কেট বন্ধের দিন যান, তবে গিয়ে ফিরে আসতে হবে। নিচে আলোচনা করেছি, এই মার্কেট কবে কবে সাপ্তাহিক বন্ধ থাকে।
ঢাকা গাউছিয়া মার্কেট সাপ্তাহিক বন্ধ
ঢাকা গাউছিয়া মার্কেট সাধারণত মঙ্গলবার বন্ধ থাকে। আপনি যদি কিছু কেনাকাটা করার জন্য ঢাকা গাউছিয়া মঙ্গলবার যান, তবে আপনাকে ফিরে আসতে হবে। এই মার্কেট এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। তাই, আপনাকে সপ্তাহের অন্য দিনগুলো যেতে হবে যদি এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে চান।
আপনি যদি আগে এই মার্কেট না গিয়ে থাকেন, তবে গুগল সার্চ করে অনেক ওয়েবসাইটে দেখবেন ভুল তথ্য দেয়া যে, এই মার্কেট শনিবার বন্ধ থাকে। কিন্তু, ঢাকা গাউছিয়া মার্কেট শনিবার খোলা থাকে। যা আপনি গুগল ম্যাপে বা গুগলে ইংলিশে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনি যদি এখন গুগলে Dhaka Gauchia Market লিখে সার্চ করেন, তবে দেখতে পাবেন যে Tuesday অর্থাৎ মঙ্গলবার এই মার্কেট বন্ধ থাকে।
আরও পড়ুন – রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায় ও খরচ কত
এছাড়া, এই মার্কেটে শুক্রবার সবথেকে বেশি ভিড় হয়। আপনার যদি ভিড় পছন্দ না হয়, তবে আপনি বৃহস্পতিবার যেতে পারেন। এই দিন ঢাকা গাউছিয়া মার্কেটে একটু কম ভিড় থাকে।
ভুলতা গাউছিয়া মার্কেট সাপ্তাহিক বন্ধ
ভুলতা গাউছিয়া মার্কেট সাধারণত শনিবার বন্ধ থাকে। আপনি যদি কিছু কেনাকাটা করার জন্য ভুলতা গাউছিয়া শনিবার যান, তবে আপনাকে ফিরে আসতে হবে। এই মার্কেট এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার । তাই, আপনাকে সপ্তাহের অন্য দিনগুলো যেতে হবে যদি এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে চান।
ভুলতা গাউছিয়া মার্কেট কোথায়
ভুলতা গাউছিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট এর পাশে অবস্থিত। আপনি যদি ঢাকা নিউ মার্কেট যান, তবে এর পাশেই ভুলতা গাউছিয়া নামক এই কাপড়ের বিশাল বড় মার্কেটটি দেখতে পাবেন। যা আমাদের দেশের প্রায় অন্যতম একটি পাইকারি এবং খুচড়া কাপর বিক্রেতা মার্কেট হিসেবে পরিচিত। বাংলাদেশের সবথেকে বড় হোল সেল মার্কেট হিসেবেও ভুলতা গাউছিয়া মার্কেট এর বেশ নাম ডাক রয়েছে।
আরও পড়ুন – আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
গাউছিয়া মার্কেটে কি কি পাওয়া যায়
গাউছিয়া মার্কেটে পাইকারি দামে এবং খুচড়া দামে কাপড় পাওয়া যায়। আপনি যদি কাপড় কিনতে চান, তবে ভুলতা গাউছিয়া মার্কেট যেতে পারেন। এটি বাংলাদেশের সবথেকে বড় হোল সেল মার্কেট হিসেবেও বেশ পরিচিত। ভুলতা গাউছিয়া মার্কেটটি ঢাকা নিউ মার্কেট এর পাশে অবস্থিত। এই মার্কেটে প্রায় ৪ হাজারের অধিক দোকান আছে। তাই, ভাবতেই পারছেন কী বিশাল একটি মার্কেট।
এই মার্কেটে আপনি ছোট বাচ্চার কাপড়, ছেলেদের শার্ট-প্যান্ট, টি-শার্ট, গেঞ্জি, মেয়েদের কাপর, ছেলেদের লুঙ্গি সহ সব ধরণের কাপড় পাবেন। ভুলতা গাউছিয়া পাইকারি মার্কেট হওয়ার কারণে এই মার্কেটে আপনি সবথেকে কম দামে কাপর ক্রয় করতে পারবেন। তাই, এই মার্কেটকে সবথেকে বড় হোল সেল মার্কেট বলা হয়ে থাকে।
আরও পড়ুন – হারভেস্টার ধান কাটার মেশিনের দাম কত টাকা
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ভুলতা গাউছিয়া বাজার কিভাবে যেতে হয়?
ভুলতা গাউছিয়া বাজার যেতে হলে আপনাকে ঢাকা নিউ মার্কেট যেতে হবে। নিউ মার্কেট এর পাশেই ভুলতা গাউছিয়া অবস্থিত। আপনি ঢাকার যেকোনো জায়গা থেকে প্রথমে নিউ মার্কেট এর উদ্দেশ্যে রওনা দিবেন। কিংবা, আপনি চাইলে বাসে করে সোজা ভুলতা গাউছিয়া যেতে পারেন।
ঢাকা গাউছিয়া মার্কেট কোথায় অবস্থিত?
ঢাকা গাউছিয়া মার্কেট বাংলাদেশের অন্যতম একটি বড় মার্কেট। এটি ঢাকার নীলক্ষেত এবং সাইন্সল্যাব এর মাঝখানে অবস্থিত।
গাউছিয়া নারায়ণগঞ্জ মার্কেট কিভাবে যাবো?
আপনি ঢাকা থেকে কিংবা ঢাকার আশে-পাশের যেকোনো জেলা থেকে নারায়ণগঞ্জ গিয়ে এরপর ভুলতা গাউছিয়া এলাকা গিয়ে সহজেই এই মার্কেটে পৌঁছাতে পারবেন। যেকোনো সমস্যায় আপনি চাইলে গুগল ম্যাপে সার্চ করে ম্যাপ দেখে সহজেই গাউছিয়া মার্কেট পৌঁছে যেতে পারবেন।
আমাদের শেষ কথা
বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ভুলতা গাউছিয়া মার্কেট সাপ্তাহিক বন্ধ, এবং ভুলতা গাউছিয়া মার্কেট নিয়ে আরও বিস্তারিত তথ্য শেয়ার করেছি। এছাড়াও, ঢাকা গাউছিয়া মার্কেট সাপ্তাহিক বন্ধ নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে, এই মার্কেট কবে খোলা থাকে, এই মার্কেটে কী কী পাওয়া যায় এবং এর ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন বলে ধারণা করছি।
আরও এমন তথ্যবহুল বিভিন্ন পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ন।