এসএসসি পরীক্ষার্থী? রেজাল্ট পাবলিশ হচ্ছে বা হয়েছে কিন্তু এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানেন না? বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ নিয়ে আলোচনা করবো। পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে এসএসসি পরিক্ষা ২০২৩ রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
এক নজরে সম্পূর্ণ লেখা
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার কয়েকটি নিয়ম রয়েছে। এসএমএস এর মাধ্যমে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম, অনলাইনে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম এবং মার্কশিট সহ এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম। উপরোক্ত সকল পদ্ধতিতে এসএসসি পরিক্ষা ২০২৩ এর রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন, দেখে নেয়া যাক।
এসএসসি পরিক্ষা ২০২৩ রেজাল্ট দেখার জন্য আপনি সিম দিয়ে ম্যাসেজ করতে পারেন, কিংবা অনলাইনে চেক করতে পারেন।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে এরপর একবার স্পেস দিয়ে বোর্ডের নামের শর্ট ফর্ম লিখতে হবে, এরপর স্পেস দিয়ে রোল দিতে হবে, আবারও স্পেস দিয়ে পরিক্ষার বছর দিয়ে এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিলে ফিরতি এসএমএস এ রেজাল্ট পেয়ে যাবেন।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ এর জন্য আমরা ৩টি পদ্ধতি অনুসরণ করবো। চলুন, ৩টি পদ্ধতি অনুসরণ করে আলাদা আলাদা ভাবে রেজাল্ট দেখার নিয়ম জেনে নেয়া যাক।
এসএমএস এর মাধ্যমে জেনারেল বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন।
- এরপর, SSC<>BOARD<>ROLL<>YEAR লিখে 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করে দিবেন।
- আপনি যদি ঢাকা বোর্ড এর শিক্ষার্থী হন, তবে এভাবে ম্যাসেজ লিখবেন – SSC DHA 123456 2023 এরপর ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। (অন্য বোর্ড এর ক্ষেত্রে বোর্ড এর নামের শর্ট ফর্ম দিতে হবে, যা নিচে উল্লেখ করে দিয়েছি।)
- উপরে <> এর জায়গায় ফাঁকা(স্পেস) দিবেন। অর্থাৎ, SSC এরপর একবার স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের শর্ট ফর্ম লিখবেন, এরপর স্পেস দিয়ে আপনার রোল দিবেন, আবারও স্পেস দিয়ে আপনার পরিক্ষার বছর দিবেন। অতঃপর, এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন।
- এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার জন্য আপনার ফোনে ২.৪৪ পয়সা বা তার বেশি রাখবেন। রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে যদি এসএমএস সেন্ড করেন, তবে আপনার রেজাল্ট এর জন্য প্রি রেজিস্টার হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হলে আপনার রেজাল্ট এসএমএস করে পাঠিয়ে দেয়া হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এসএমএস দিলে কিছুক্ষন পর রেজাল্ট পেয়ে যাবেন।
উপরোক্ত নিয়ম অনুসরণ করে এসএসসি রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন। এসএমএস এর মাধ্যম এসএসসি পরিক্ষা ২০২৩ রেজাল্ট দেখার নিয়ম এটাই। উপরে উল্লিখিত সকল নিয়ম সঠিকভাবে অনুসরণ করে এসএমএস পাঠাতে পারলে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
আরও পড়ুন – রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক
এসএমএস এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন।
- এরপর, SSC<>MAD<>ROLL<>YEAR লিখে 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করে দিবেন।
- আপনি যদি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হন, তবে এভাবে ম্যাসেজ লিখবেন – SSC MAD 123456 2023 এরপর ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন।
- উপরে <> এর জায়গায় ফাঁকা(স্পেস) দিবেন। অর্থাৎ, SSC এরপর একবার স্পেস দিয়ে MAD লিখবেন, এরপর স্পেস দিয়ে আপনার রোল দিবেন, আবারও স্পেস দিয়ে আপনার পরিক্ষার বছর দিবেন। অতঃপর, এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন।
- এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার জন্য আপনার ফোনে ২.৪৪ পয়সা বা তার বেশি রাখবেন। রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে যদি এসএমএস সেন্ড করেন, তবে আপনার রেজাল্ট এর জন্য প্রি রেজিস্টার হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হলে আপনার রেজাল্ট এসএমএস করে পাঠিয়ে দেয়া হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এসএমএস দিলে কিছুক্ষন পর রেজাল্ট পেয়ে যাবেন।
উপরে উল্লিখিত নিয়ম অনুসরণ করে সহজেই মাদ্রাসা বোর্ডের এসএসসি পরিক্ষা ২০২৩ রেজাল্ট চেক করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে টেকনিক্যাল বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন।
- এরপর, SSC<>TEC<>ROLL<>YEAR লিখে 16222 নাম্বারে ম্যাসেজ সেন্ড করে দিবেন।
- আপনি যদি টেকনিক্যাল বোর্ডের শিক্ষার্থী হন, তবে এভাবে ম্যাসেজ লিখবেন – SSC TEC 123456 2023 এরপর ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন।
- উপরে <> এর জায়গায় ফাঁকা(স্পেস) দিবেন। অর্থাৎ, SSC এরপর একবার স্পেস দিয়ে TEC লিখবেন, এরপর স্পেস দিয়ে আপনার রোল দিবেন, আবারও স্পেস দিয়ে আপনার পরিক্ষার বছর দিবেন। অতঃপর, এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন।
- এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার জন্য আপনার ফোনে ২.৪৪ পয়সা বা তার বেশি রাখবেন। রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে যদি এসএমএস সেন্ড করেন, তবে আপনার রেজাল্ট এর জন্য প্রি রেজিস্টার হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হলে আপনার রেজাল্ট এসএমএস করে পাঠিয়ে দেয়া হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এসএমএস দিলে কিছুক্ষন পর রেজাল্ট পেয়ে যাবেন।
উপরে উল্লিখিত নিয়ম অনুসরণ করে সহজেই টেকনিক্যাল বোর্ডের এসএসসি পরিক্ষা ২০২৩ রেজাল্ট চেক করতে পারবেন।
আরও পড়ুন – মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
সকল বোর্ডের নামের শর্ট ফর্ম
এসএমএস পাঠানোর সময় প্রতিটি বোর্ড এর নামের শর্ট ফর্ম রয়েছে। আপনি যদি দিনাজপুর বোর্ড এর শিক্ষার্থী হয়ে থাকেন এবং ঢাকা বোর্ড এর নাম উল্লেখ করে দেন, তবে রেজাল্ট পাবেন না। নিচে থেকে প্রতিটি বোর্ড এর নামের শর্ট ফর্ম দেখে নিন।
- Barishal – Bar
- Comilla- Com
- Chittagong – Chi
- Dhaka – Dha
- Dinajpur – Din
- Jessore- Jes
- Madrasah – Mad
- Rajshahi – Raj
- Sylhet- Syl
- Technical-Tec
ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩
আপনার কাছে যদি একটি স্মার্টফোন কিংবা একটি কম্পিউটার থাকে, তবে এসএসসি পরিক্ষার রেজাল্ট ওয়েবসাইট থেকে সহজেই আপনার পরিক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। ওয়েবসাইট থেকে এসএসসি পরিক্ষা ২০২৩ এর রেজাল্ট চেক করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
- প্রথমেই যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিন।
- এরপর, https://eboardresults.com/v2/home এ ক্লিক করলে একটি ওয়েবসাইট ওপেন হবে। কিংবা আপনি এই ওয়েবসাইটের লিংক https://eboardresults.com/v2/home কপি করে ভিজিট করতে পারেন।
- অতঃপর, নিচে দেখানো ইমেজ এর মতো করে Examination এর পাশে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করে নিবেন।
- অতঃপর, Year এর পাশের মেনু থেকে 2023 সিলেক্ট করে নিবেন।
- এরপর, Board এর পাশে থাকা মেনু থেকে আপনার বোর্ড এর নাম সিলেক্ট করবেন।
- এখন Result Type এর পাশে থাকা মেনু থেকে Individual Result সিলেক্ট করে নিবেন।
- অতঃপর, Roll এর পাশে থাকা বক্সে আপনার রোল নাম্বার এবং Registration Number এর পাশে থাকা বক্সে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন।
- এখন, নিচে ইমেজে দেখানো সিকিউরিটি কোডটি পাশের বক্সে লিখে Get Result এ ক্লিক করবেন। তাহলে আপনার রেজাল্ট বের হয়ে আসবে।
এগুলোই হচ্ছে অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম। এই নিয়মগুলো অনুসরণ করে সহজেই SSC RESULT 2023 চেক করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য : Individual Result এর জায়গায় Institution Result, Centre Result, District Result সিলেক্ট করলে এগুলোর রেজাল্ট চেক করতে পারবেন। স্কুলের রেজাল্ট বের করতে চাইলে আপনাকে স্কুলের EIIN নাম্বার দিতে হবে। এভাবে অন্যান্য তথ্য দিয়ে সহজেই SSC RESULT 2023 চেক করতে পারবেন।
এস এস সি এর গ্রেডিং সিস্টেম
মার্ক | গ্রেড পয়েন্ট | গ্রেড |
৮০– ১০০ | 5.00 | A+ |
৭০ – ৭৯ | 4.00 | A |
৬০– ৬৯ | 3.50 | A- |
৫০– ৫৯ | 3.00 | B |
৪০– ৪৯ | 2.00 | C |
৩৩– ৩৯ | 1.00 | D |
০ – ৩২ | 0.00 | F |
এইচ এস সি এর গ্রেডিং সিস্টেম
মার্ক | গ্রেড পয়েন্ট | গ্রেড |
৮০– ১০০ | 5.00 | A+ |
৭০ – ৭৯ | 4.00 | A |
৬০– ৬৯ | 3.50 | A- |
৫০– ৫৯ | 3.00 | B |
৪০– ৪৯ | 2.00 | C |
৩৩– ৩৯ | 1.00 | D |
০ – ৩২ | 0.00 | F |
আজ ২৮ জুলাই, ২০২৩ তারিখে সকাল ১০:৩০ ঘটিকা থেকে SSC পরিক্ষার রেজাল্ট চেক করা যাবে। উপরে উল্লিখিত এসএসসি রেজাল্ট দেখার নিয়মগুলো অনুসরণ করে আপনি সহজেই ২০২৩ সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
আমাদের শেষ কথা
বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম বা এস এস সি রেজাল্ট চেক করার নিয়ম শেয়ার করেছি। এই পোস্টে উল্লেখ করে দেয়া নিয়ম অনুসরণ করে আপনি সহজেই এসএসসি পরিক্ষা ২০২৩ এর রেজাল্ট বের করতে পারবেন। রেজাল্ট সম্পর্কিত এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।