বাংলাদেশে বাস করি, কিন্তু কেউ যদি আমাদের প্রশ্ন করে আজকের বাংলা তারিখ কত? উত্তর দিতে পারবো কি? আমার ধারণা যাদেরকে প্রশ্ন করা হবে, তাদের মাঝে ৯০ শতাংশ মানুষ উত্তর দিতে পারবে না। কেনো পারবে না জানেন? কারণ, আমরা বাঙালি হয়েও বাংলা বর্ষপঞ্জির হিসেব রাখি না। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে ইংরেজি বছরের একটি কিংবা তার বেশি ক্যালেন্ডার আছে। কিন্তু, বাংলা বর্ষপঞ্জিকা খুঁজে পাওয়া মুশকিল। আজকের এই পোস্টে আপনি প্রতিদিনের বাংলা মাসের নাম ও তারিখ জানতে পারবেন।
বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনি নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।
- বাংলা তারিখ
- আজকের বাংলা তারিখ
- আজ বাংলা কি মাস
- আজকে বাংলা কয় তারিখ
- বাংলা মাসের নাম ও তারিখ
- বাংলা কত তারিখ আজকে
- বাংলা তারিখ 2023
- আজ বাংলা কত তারিখ 2023
এক নজরে সম্পূর্ণ লেখা
আজকের বাংলা তারিখ

আজকের তারিখ বাংলা হচ্ছে ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ । আমাদের ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিনের সঠিক আপডেট বাংলা মাসের তারিখ জানতে পারবেন। এই পোস্টটি প্রতিদিন আপডেট হয়। তাই, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বাংলা মাসের কত তারিখ আজ সেটি চেক করতে পারবেন।
বাংলা বছরকে বলা হয় বঙ্গাব্দ। আমাদের বাড়িতে বাংলা মাসের ক্যালেন্ডার ২০২৩ না থাকার কারণে বাংলা তারিখ জানা সম্ভব হয় না। কিন্তু, অনেক ক্ষেত্রে বাংলা মাসের নাম এবং বাংলা কত তারিখ আজ সেটি জানতে হয়। এক্ষেত্রে, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে প্রতিদিনের বাংলা তারিখ দেখতে পারবেন।
বাংলা বারো মাসের নাম
নিচে বাংলা ১২ মাসের নাম বাংলায় উল্লেখ করে দিলাম। এখানে থেকে আপনি বাংলা বারো মাসের নাম জেনে নিতে পারবেন।
- বৈশাখ।
- জ্যৈষ্ঠ।
- আষাঢ়।
- শ্রাবণ।
- ভাদ্র।
- আশ্বিন।
- কার্তিক।
- অগ্রহায়ণ।
- পৌষ।
- মাঘ।
- ফাল্গুন।
- চৈত্র।
আজকের তারিখ আরবি বাংলা ইংরেজি ২০২৩
নিচে দেয়া টেবিল থেকে আপনি এখন কোন ঋতু চলছে, আজ কি বার, আজকের আরবি তারিখ, আজকের বাংলা তারিখ, বাংলা মাস ও তারিখ এবং আজকের ইংরেজি তারিখ সম্পর্কে আপডেট জানতে পারবেন।
| এখন কোন ঋতু চলছে | শীতকাল |
| আজকে কি বার | শুক্রবার |
| আজকের আরবি তারিখ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি |
| আজকের বাংলা তারিখ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
| আজকের ইংরেজি তারিখ | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |
উপরোক্ত টেবিলের সকল তথ্য প্রতিনিয়ত আপডেট করা হয়ে থাকে। তাই, আপনি এই টেবিল থেকে সঠিক এবং আপ টু ডেট তথ্য পাবেন।
আজ আরবি মাসের কত তারিখ ২০২৩
একজন মুসলমানের জন্য আরবি মাসের দিন , মাস এবং তারিখ সম্পর্কে জানা জরুরী। আপনি যদি আজ আরবি মাসের কত তারিখ জানতে চান, তবে নিচে থেকে প্রতিদিনের আপডেট আরবি মাসের তারিখ জেনে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আরবি ক্যালেন্ডার ২০২৩ আজকের তারিখ, বাংলা মাসের তারিখ এবং ইংরেজি মাসের তারিখ আপডেট করা হয়ে থাকে।
আজ আরবি মাসের ২৬শে রজব, ১৪৪৭ হিজরি তারিখ।
আরবি ১২ মাসের নাম
নিচে আরবি ১২ মাসের নাম উল্লেখ করে দিলাম। এখানে থেকে আপনি আরবি বারো মাসের নাম জেনে নিতে পারবেন।
- মহরম
- সফর
- রবিউল আওয়াল
- রবিউস সানি
- জমাদিউল আউয়াল
- জমাদিউস সানি
- রজব
- শাবান
- রমজান
- শাওয়াল
- জিলকদ
- জিলহজ
আজ ইংরেজি কত তারিখ ২০২৩
সারা পৃথিবীতে মানুষ ইংরেজি তারিখ দেখে সব ধরণের হিসেব করে থাকে। সবাই ইংরেজি ক্যালেন্ডার মেনেই সকল কাজকর্ম করে থাকে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাই তো, ইংরেজি ক্যালেন্ডার এর এতো চলন। নিচে থেকে আপনি প্রতিদিনের ইংরেজি কত তারিখ আজ ২০২৩ জেনে নিতে পারবেন।
আজকে ইংরেজি ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ।
ইংরেজি বারো মাসের নাম
- জানুয়ারি।
- ফেব্রুয়ারি।
- মার্চ।
- এপ্রিল।
- মে।
- জুন।
- জুলাই।
- আগস্ট।
- সেপ্টেম্বর।
- অক্টোবর।
- নভেম্বর।
- ডিসেম্বর।
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আজকের বাংলা তারিখ , আজ ইংরেজি কত তারিখ , আজ আরবি মাসের কত তারিখ নিয়ে অনেকেই গুগলে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। নিচে আমি এসব প্রশ্নের উত্তর দিবো। তো চলুন, দেখে নেয়া যাক প্রশ্ন এবং উত্তরগুলি।
আজকের বাংলা তারিখ কত?
বাংলা আজকের তারিখ হচ্ছে ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ।
আজকে বাংলা কত তারিখ ২০২৩?
আজকে বাংলা তারিখ হচ্ছে ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ।
আজকের ইংরেজী তারিখ কত?
আজকের ইংরেজি তারিখ হচ্ছে ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ।
আজকের আরবি হিজরি তারিখ কত?
আজকের আরবি তারিখ হচ্ছে ২৬শে রজব, ১৪৪৭ হিজরি।
আরবি মাসের কত তারিখ আজ?
আজকের আরবি মাসের তারিখ হচ্ছে ২৬শে রজব, ১৪৪৭ হিজরি।
আজ কি বার কত তারিখ?
আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ। বাংলা বর্ষপঞ্জি অনুসারে ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ তারিখ এবং শুক্রবার। আরবি হিজরি সন অনুসারে আজকের আরবি তারিখ হচ্ছে ২৬শে রজব, ১৪৪৭ হিজরি ।
উপসংহার
বাংলায় আইটির আজ বাংলা তারিখ কত পোস্টে আমি আপনাদের সাথে বাংলা তারিখ, আরবি তারিখ এবং ইংরেজি তারিখ ও বাংলা, ইংরেজি এবং আরবি ১২ মাসের নাম নিয়ে আলোচনা করেছি। এই পোস্ট থেকে আপনি প্রতিদিনের বাংলা তারিখ, আরবি তারিখ এবং ইংরেজি তারিখ আপডেট জানতে পারবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেয।
