জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে আমাদের জাতীয় পরিচয় পত্রের তথ্য অনলাইনে সঠিক আছে কি না সেটা চেক করতে পারি। এছাড়াও, যারা নতুন ভোটার, তারা সহজেই এই মাধ্যম অনুসরণ করে তাদের জাতীয় পরিচয় পত্র তৈরি হয়েছে কি না সেটি সম্পর্কে অবগত হতে পারবে। বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম, জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই পদ্ধতি, নিয়ে বিস্তারিত আলোচনা করবো। শেষ অব্দি সঙ্গেই থাকুন।
যারা নতুন ভোটার, তাদের জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার পর জাতীয় পরিচয়পত্র রেডি হয়েছে কিনা, সেটা যাচাই করতে হয়। অথবা, আমাদের যাদের এনআইডি কার্ড আছে, তাদের এনআইডি কার্ডের তথ্য অনলাইনে সঠিক আছে কিনা, সেটিও চেক করতে হয়। এজন্য জাতীয় পরিচয়পত্র যাচাই করার প্রয়োজন পড়ে। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে হলে আমাদের এনআইডি নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর লাগবে। যারা নতুন ভোটার, তারা স্লিপ নাম্বার দিয়েই জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে পারবেন।
এক নজরে সম্পূর্ণ লেখা
জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র যাচাই করার ২টি নিয়ম রয়েছে। আমরা অনলাইনে কিংবা এসএমএস এর মাধ্যমে আমাদের জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করতে পারবো। নিম্নে আমি উক্ত ২টি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলুন, শুরু করা যাক।
জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই
জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই করতে হলে আমাদেরকে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে। এজন্য প্রয়োজন হবে এনআইডি নাম্বার, ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ। জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই পদ্ধতিটি সুরক্ষিত রাখার জন্য আমাদের কাছে এসব তথ্য চাওয়া হয়। যেন, একজনের তথ্য অন্য কেউ সহজেই হাতিয়ে নিতে না পারে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার যাচাই করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
Image source: EC Bangladesh
- প্রথমেই আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন।
- এরপর একটি ম্যাসেজ টাইপ করবেন নিচের দেয়া ফরম্যাটে।
- NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY
- উপরোক্ত ফরম্যাটে আপনার এনআইডি নাম্বার, ফর্ম নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার টাইপ করবেন।
- এরপর উক্ত ম্যাসেজটি সেন্ড করবেন 105 নাম্বারে।
ফিরতি ম্যাসেজে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার পেয়ে যাবেন। যারা নতুন ভোটার, তাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানা আবশ্যক। কারণ, আমাদের অনেক সময় এসব তথ্য প্রয়োজন হয়। তো, আপনি উপরোক্ত পদ্ধতি অনুসরণ করলে সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই করতে পারবেন। তো চলুন, এখন দেখে নেয়া যাক, কিভাবে জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করতে হয়।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই
আমাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এমন সবকিছুই অনলাইন নির্ভর হয়ে গেছে। বিভিন্ন প্রয়োজনীয় কাজ আমরা অনলাইনের মাদ্ধমেই সম্পাদন করতে পারি। তেমনি, অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে পারি। আপনি যদি একজন নতুন ভোটার হয়ে থাকেন, তো নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে সহজেই ভোটার আইডি কার্ড এর তথ্য যাচাই এবং ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। যদি পুরাতন ভোটার হয়ে থাকেন, তবে এই পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক আছে কি না সেটি যাচাই করতে পারবেন।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য আমাদেরকে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সেখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর কিংবা ফর্ম নম্বর(যেটি আমাদের জাতীয় পরিচয়পত্রের আবেদন করার সময় দিয়েছিলো।) , জন্ম তারিখ, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। অতঃপর, রেজিস্টার সম্পন্ন করতে NID WALLET অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ফেস ভেরিফিকেশন করার কারণ হচ্ছে, আপনি যে জাতীয় পরিচয়পত্রের আসল মালিক, সেটি যাচাই করা।
জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে আপনি নিম্নোক্ত তথ্যগুলো যাচাই করতে পারবেন।
- ব্যক্তির নাম
- ব্যক্তির ছবি
- পিতার নাম
- মাতার নাম
- জন্ম তারিখ
- বর্তমান ঠিকানা
- স্থায়ী ঠিকানা
উপরোক্ত তথ্য গুলো যাচাই করার মাধ্যমে আপনার সকল তথ্য সঠিক আছে কি না সেটি জানতে পারবেন। যদি কোনো তথ্য ভুল থাকে, তবে আপনাকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে হবে। সব তথ্য ঠিক থাকলে আপনার জাতীয় পরিচয় পত্রের পিডিএফ ফাইল সংগ্রহ করে রাখতে পারেন। অথবা, সেটি প্রিন্ট করে রাখলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। নতুন সিম রেজিস্ট্রেশন, বিকাশ অথবা নগদ কিংবা অন্য একাউন্ট রেজিস্টার ইত্যাদি।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে গিয়ে একাউন্ট রেজিস্টার করতে হবে। এরপর, NID WALLET অ্যাপ এ গিয়ে ফেস ভেরিফিকেশন করতে হবে। এসব ধাপ সঠিকভাবে অনুসরণ করলে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসন্ধান করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
পোস্টে উল্লিখিত জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম মেনে আপনি সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন। জাতীয় পরিচয় পত্রের তথ্য চেক করার জন্য আপনার এনআইডি কার্ডের নাম্বার বা স্লিপ নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রয়োজন হবে।
উপসংহার
বাংলায় আইটির আজকের এই পোস্টে জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আজকের এই পোস্টটি আপনার জন্য অনেক সহায়ক হবে। পোস্ট সম্পর্কিত যেকোনো সমস্যা মন্তব্য করে জানাতে পারেন।