E Porcha খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন? কিন্তু জানেন না যে কিভাবে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে হয়? সবকিছু এখন অনলাইন নির্ভর। ঠিক তেমনি জমি বিষয়ক সকল তথ্য এখন অনলাইনেই পাওয়া যায়। এখন আপনি চাইলে অনলাইনে E Porcha খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। আপনার জমির খতিয়ান/দাগ নম্বর বের করার জন্য এখন আর ভূমি অফিসে ধন্যা দিতে হবে না। আপনার কাছে যদি একটি মোবাইল কিংবা কম্পিউটার থাকে, এবং ইন্টারনেট সংযোগ, তবে নিজেই ঘরে বসে অনলাইনে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
এক নজরে সম্পূর্ণ লেখা
E Porcha কি?
আপনি কি জানেন E Porcha কি? বাংলাদেশ সরকারের অধীনে থাকা ভূমি মন্ত্রণালয় ভূমি বিষয়ক সকল সেবাকে আরও উন্নত ও সহজ করার জন্য ভূমি উন্নয়ন কর, ই-নামজারি,উত্তরাধিকার অ্যাপ, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, নামজারি খতিয়ান,আর এস খতিয়ান, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, ই-বুক অ্যাপ রেন্ট সার্টিফিকেট মামলা,বাজেট ব্যাবস্থাপনা, অনলাইনে ই পর্চা অনুসন্ধান করার অনেক পদ্ধতি তৈরি করেছে। এর ফলে, আপনি এখন ঘরে বসেই আপনার মালিকানাধীন যেকোনো জমির ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
অর্থাৎ, আমরা এখন অনলাইনের মাধ্যমে ই পর্চা অনুসন্ধান করতে করতে পারছি, এটাই হচ্ছে E Porcha ।
www eporcha gov bd কী?
www eporcha gov bd হচ্ছে বাংলাদেশ সরকারের অধীনে থাকা ভূমি মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট। যেখানে আপনি পৃথিবীর যেকোনো দেশ থেকে ঢুকতে পারবেন এবং সেখানে আপনার যেকোনো জমির ই পর্চা বের করতে পারবেন। আপনি যদি আপনার জমির খতিয়ান বের করতে চান, তবে আপনাকে বেশি কিছু করতে হবে না এবং কোনো নেতার কাছেও যেতে হবে না। অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসেই www eporcha gov bd ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো জমির E Porcha খতিয়ান বের করে নিতে পারবেন।
E Porcha খতিয়ান অনুসন্ধান
আপনার কাছে যদি একটি মোবাইল ফোন কিংবা একটি কম্পিউটার থাকে, তবে সেটি দিয়ে সহজেই যেকোনো জমির ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। ই পর্চা খতিয়ান দেখার জন্য আপনাকে এখন আর ভূমি অফিস যেতে হবে না। অনলাইনে অনেক সহজেই এখন E Porcha খতিয়ান অনুসন্ধান করা যায়। তো চলুন, ই পর্চা খতিয়ান কিভাবে অনুসন্ধান করতে হয় সে বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক।
খতিয়ান বা ই পর্চা কত প্রকার?
আপনি কি জানেন ই পর্চা কত প্রকার? খতিয়ান বা ই পর্চা মূলত ৪ প্রকার। নিচে এই ৪ প্রকার খতিয়ান এর নাম উল্লেখ করে দিলাম।
- আরএস খতিয়ান। (Revisional Survey)
- বিএস খতিয়ান/সিটি জরিপ। (City Survey)
- সিএস খতিয়ান। (Cadastral Survey)
- এসএ খতিয়ান । (State Acquisition Survey)
জমির খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
আমাদের মাঝে অনেকেই জানে না যে, এখন ঘরে বসে আমরা একটি মোবাইল এর সাহায্যে সহজেই আমাদের জমির খতিয়ান অনুসন্ধান করতে পারি। আপনি যদি আপনার জমির খতিয়ান অনুসন্ধান করতে চান, কিন্তু জমির খতিয়ান অনুসন্ধান করার নিয়ম জানেন না, তবে নিচে দেয়া ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম অনুসরণ করে অনেক সহজেই www eporcha gov bd থেকে আপনার জমির খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। তো চলুন, দেখে নেয়া যাক, কিভাবে অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করতে হয়।
জমির দাগ নম্বর থেকে খতিয়ান বের করার উপায় :
আপনি যদি জমির দাগ নম্বর জানেন, এবং জমির খতিয়ান বের করতে চান, তবে সহজেই এই কাজটি করতে পারবেন। জমির দাগ নম্বর থেকে খতিয়ান বের করার উপায় নিম্নে উল্লেখ করে দিলাম :
- আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে https://eporcha.gov.bd/khatian-search-panel লিংক এ। এরপর নিচে দেয়া ইমেজ এর মতো একটি পেজ পাবেন।
- এখানে আপনার বিভাগ নির্বাচন করতে হবে। আপনি যে বিভাগের জমির খতিয়ান বের করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন। এরপর জেলা নির্বাচন করুন।
- এখন উক্ত জেলার ভিতর কোন উপজেলার জমির খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন, সেটি নির্বাচন করে দিন।
- এরপর নিচে দেখানো ইমেজ এর মতো আপনাকে খতিয়ান এর ধরণ নির্বাচন করতে বলবে। আমি ইতোমধ্যে উপরে আপনাদের সাথে আলোচনা করেছি যে, খতিয়ান হচ্ছে ৪ ধরণের। আপনি এই ৪ ধরণের খতিয়ান এর মাঝে যে খতিয়ান এর তথ্য অনুসন্ধান করতে চাচ্ছেন, সেটি নির্বাচন করে দিন।
- এরপর মৌজা নির্বাচন করতে হবে। এবং মৌজা নির্বাচন ক্রয়ার পর খতিয়ানের তালিকা হতে নাম নির্বাচন করে দিলে আপনি আপনার জমির খতিয়ান অনুসন্ধান করতে সক্ষম হবেন।
উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি অনেক সহজেই আপনার জমির ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
আরও পড়ুন – নামজারি খতিয়ান অনুসন্ধান
কিভাবে অনলাইনে ই পর্চা খতিয়ান এর তথ্য বের করতে হয় বা আপনি কিভাবে ঘরে বসেই আপনার জমির খতিয়ান বের করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেকেই ই পর্চা খতিয়ান নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে। তো চলুন, এখন এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে আরেকটু আলোকপাত করা যাক।
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী
অনেকেই ই পর্চা খতিয়ান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। আমাদের মাঝে অনেকেই এখনো জানে না যে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই E Porcha খতিয়ান এর তথ্য বের করা যায়। তো চলুন, দেখে নেয়া যাক এসব প্রশ্ন ও প্রশ্নগুলো উত্তর সমূহ।
অনলাইন ই পর্চা
আমরা এখন অনলাইনে আমাদের জমির খতিয়ান তথা পর্চা তথ্য বের করতে পারছি। এজন্যই একে অনলাইন ই পর্চা বলা হয়ে থাকে।
ভূমি সেবার হটলাইন নাম্বার
ভূমি সেবার হটলাইন নাম্বার হচ্ছে ১৬১২২ । এ নাম্বারে কল দিয়ে আপনি ভূমি বিষয়ক যেকোনো ধরণের সেবা নিতে পারবেন।
জমির মালিক বের করবো কি ভাবে ?
জমির মালিক বের করার জন্য আপনাকে ভূমি অফিসের ওয়েবসাইটে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করতে হবে। এরপর বাকী ধাপ সম্পন্ন করে সহজেই জমির মালিক বের করতে পারবেন।
আমাদের শেষ কথা
বাংলায় আইটির আজকের এই পোস্টে আপনাদের সাথে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই জমির খতিয়ান এর তথ্য অনুসন্ধান করতে চান, তাদের জন্য এই পোস্টটি সহায়ক হবে বলে আশা করছি। পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। এছাড়াও, আপনার যদি ই পর্চা খতিয়ান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই প্রশ্ন করবেন। ই সার্ভিস বিষয়ক পোস্ট পড়তে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেয।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ খুব ভালো লিখেছেন।
স্বাগত।